বরিশাল জেলা পর্যায়ে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ই জুন) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এর পূর্বে প্রধান অতিথি হিসেবে দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজন এবং জেলার সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল ধুমপান বিরোধী ট্রাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হেসেন।
এছাড়াও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হরি দাস শিকারী, জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল উপস্থিত ছিলেন।
সভায় প্রতিটি স্কুল-কলেজ, বাস সহ গুরুত্বপূর্ণ এবং জনবহুল স্থানগুলোতে ধুমপান বিরোধী প্রচার-প্রচারনা বৃদ্ধিতে গুরুত্বারোপ করতে বলা হয়। সেই সাথে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।