25 C
Dhaka
মে ২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট খেলাধুলা

সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে ইংল্যান্ড

বিশ্বকাপের ১৯তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২১৩ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করছে ইংল্যান্ড। ওপেনিং জুটি হিসেবে মাঠে নেমেছে জনি বেয়ারস্টো ও জো রুট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৭ ওভারে ৪৬ রান সংগ্রহ করেছে ইংলিশরা। এর আগে, ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে চরম ব্যাটিং বিপর্যয়ে সবকটি উইকেট হারিয়ে ৪৩.৪ ওভারে ২১১ রান সংগ্রহ করে উইন্ডিজ।

সাউদাম্পটনে খেলা শুরুর তৃতীয় ওভারে দলীয় ৪ রানেই এভিন লুইসকে বোল্ড করে ক্রিস ওকসকে গ্যালারিতে ফেরান। এই পেসারের বলে ব্যক্তিগত ১৬ রানে সহজ ক্যাচ দিয়ে বেঁচে যান ক্রিস গেইল। এই দানবের ব্যাট ছুঁয়ে বল মার্ক উডের তালুবন্দি হলেও ব্যালান্স হারিয়ে সেটা ফেলে দেন তিনি।

পরে দলের ৫৪ রানে ক্রিস গেইল ও ১৩ ওভারের দ্বিতীয় বলে শাই হোপের আউট চাপে ফেলে দিল ওয়েস্ট ইন্ডিজকে। এরপর রুটের বোলিং তোপে ম্যাচের ২৯ ওভার ৫ বলে ক্যারিবিয়দের চতুর্থ ও ৩১ ওভার ৬ বলে পঞ্চম উইকেট গ্যালারিতে ফেরে। এরপর একে একে সবগুলো উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৩ রান করে নিকোলাস পুরান। তবে ওশানে থমাস, শেলডন কটরেল এবং শ্যানন গ্যাব্রিয়েল কোনো রানই করতে পারেননি। খেলায় শ্যানন গ্যাব্রিয়েলকে ০ রানে বোল্ড করে ক্যারিবিয়দের থামিয়ে দেয়া মার্ক উড পেয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট।

এদিকে, আজকের ম্যাচে মুখোমুখি ‘ধারাবাহিক’ ইংল্যান্ড ও ‘পাওয়ার হিটিং’ ওয়েস্ট ইন্ডিজ উভয়ই দলই খেলছে তাদের চার নম্বর ম্যাচ। আগের তিন ম্যাচে ইংল্যান্ডের জয় দুটি এবং হার একটি। ক্যারিবীয়রা একটি জিতলেও হেরেছে একটি। অপরটি ভেসে গেছে বৃষ্টিতে।

এতে, এই আসরে এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয়ে ইংল্যান্ডের অবস্থান চতুর্থতে। অন্যদিকে তিন ম্যাচে এক জয় এক পরাজয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ষষ্ঠে। দ্বাদশ বিশ্বকাপে আসরে এটাই দু’ দলের প্রথম সাক্ষাৎ হলেও এ নিয়ে ১০১টি আর্ন্তজাতিক ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। যার ৫১টিতে জিতেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ৪৪ ম্যাচে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ :

ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষ), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, শ্যানন গ্যাব্রিয়েল, শেল্ডন কটরেল, ওশানে থমাস।

ইংল্যান্ড একাদশ :

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশীদ, জোফরা আর্চার, লিয়াম প্লানকেট, মার্ক উড।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official