বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৫ জুন) দুপুরে বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে ৬ জন গুরুত্বর আহত হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, বাস চালক তাজেম (৪০), যাত্রী গিয়াস (৪২), মুবিন (১৩), মতলেব মৃধা (৮০), ফারজানা (৩০) ও তানিয়া (৫)।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই অরবিন্দু বিশ্বাস জানান, যাত্রীবাহি বাসটি বরগুনা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। রামপট্টি এলাকায় পৌছালে বিপরীতমুখি একটি ট্রাকের সাথে পাশাপাশি সংঘর্ষ হয় বাসের।
এতে বাস ট্রাক ছিটকে সড়কের পাশের খাদে গিয়ে পরে। এ দুর্ঘটনায় কেউ দুর্ঘটনায় নিহত না হলেও বেশকিছু যাত্রী আহত হয়।