27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন

ফরিদপুরে বোনের বাড়িতে ভাইয়ের গলাকাটা লাশ

ফরিদপুরে বোনের বাড়ির একটি কক্ষে মিললো ভায়ের গলাকাটা লাশ। বোনের দাবি, তার ভাইয়ের মস্তিষ্ক বিকৃত ছিল এবং সে বটি দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছে।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল মহল্লায় অবস্থিত বোন লাকী বিশ্বাসের বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মৃত ওই ব্যক্তির নাম শিপন বিশ্বাস (৩০)। তিনি পাশের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের মৃত মানিক বিশ্বাসের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তৃতীয়। শিপন বিবাহিত তবে তার কোন সন্তান ছিল না।

শিপনের বোন লাকী বিশ্বাসের সঙ্গে সাড়ে তিন বছর আগে আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল মহল্লার লিটন বিশ্বাসের (৪২) বিয়ে হয়। লিটন বিশ্বাস পেশায় একজন রাজমিস্ত্রি। লিটন বিশ্বাস স্ত্রীকে নিয়ে আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল মহল্লায় অবস্থিত হিরু মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

গত বুধবার লিটন বিশ্বাসের বাবা দুলাল বিশ্বাস মারা যান। এ খবর পেয়ে শিপন তার মা আলেয়া বেগমকে নিয়ে বুধবার বিকালে লিটন বিশ্বাসের বাড়িতে আসেন।

শুক্রবার দুলাল বিশ্বাসের মৃত্যু উপলক্ষে বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের পর শিপনের মা বাড়ি ফিরে গেলেও শিপন বোনের বাড়িতে থেকে যান।

লিটনের পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির একটি চৌচালা টিনের ঘরের মধ্যে লিটনের গলাকাটা লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

লাশ উদ্ধারকারী পুলিশ জানায়, শিপনের মৃতদেহটি ঘরের মেঝেতে গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। তার পড়নে একটি চেক লুঙ্গি ছিল। গায়ে কোন পোশাক ছিল না। মৃতদেহের পাশে রক্তমাখা একটি বটি ও শিপনের ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে। যে ঘরে শিপনের লাশ পাওয়া গেছে সে ঘরের দরজা লাগানো ছিল।

আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলুমুজ্জামান বলেন, শিপন বিশ্বাস বোনের শ্বশুরের মৃত্যু উপলক্ষে এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে তার বোনের বাড়িতে এসেছিল। তিনি বলেন, গত শুক্রবার সাড়ে সাতটার দিকে শিপন বিশ্বাস যে ঘরে ছিলেন ওই ঘরে তার দুলাভাই লিটন ঢুকে বিশ্বাসের গলাকাটা লাশ দেখতে পান।

মৃত শিপনের বোন লাকি বেগমের দাবি, তার ভাইয়ের মস্তিষ্ক বিকৃত ছিল এবং সে বটি দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ মৃত্যুর ঘটনাকে রহস্যজনক হিসেবে আখ্যায়িত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে শিপন মাদকাসক্ত ও মানসিক বিকারগ্রস্ত বলে জানা গেছে। নেশার টাকার জন্য সে মাকে মারপিট করতো। বোনের বাড়িতে এসেও টাকার জন্য বোনকে শাবল নিয়ে মারতে গিয়েছিলেন।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official