বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে জমি বিরোধকে কেন্দ্র করে ৩জনকে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের মধ্যে একজনের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে হামলার শিকার আয়শা খাতুন জানান।
আয়শার পুত্র গুরুতর আহত জসিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে চিকিৎসক। শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন জসিমের অবস্থা আশঙ্কাজনক। অপর আহত আয়শা খাতুন (৭৫) ও আলাউদ্দিন (৪৫) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ শনিবার দুপুরে বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় হাওলাদার বাড়ী সংলগ্ন জমি দখল কেন্দ্র করে এ ঘটনা ঘটে। একই এলাকার এনাম মুন্সী, নবীন, দেলোয়ার মুন্সী, সজীব, হাসান, ও মুস্তাল ধারালো অস্ত্রসহ জমি দখল করতে গিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে।
জানা যায়, দেলোয়ার মুন্সী ক্রয়সূত্রে জমির মালিকানা দাবী করে আসলে এ নিয়ে স্থানীয় থানায় ২ বার শালিশ বৈঠক হয়। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে শালিশ হয়। শালিশের সিদ্ধান্ত না মেনে বেলায়েত হাওলাদার এর ভোগ দখলীয় সম্প্রত্তি জোর করে জবর দখল করতে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।