16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বাবুগঞ্জে উচ্চ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বালু উত্তোলন

বরিশালের বাবুগঞ্জে উচ্চ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে সততা ট্রেডার্স নামের একটি বালু ব্যবসায়ী চক্র সন্ধ্যা নদীর তলদেশ কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে- সন্ধ্যা নদীতে ৫ টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উচ্চ আদালতের স্থগিত নির্দেশ থাকা সত্ত্বেও প্রভাবশালী চক্রটি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর সংলগ্ন এলাকার সন্ধ্যা নদী থেকে প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করছে। বেশ কয়েকদি আগে বাবুগঞ্জ থানা পুলিশের অভিযানে বাবু উত্তোলনকারী দের পুলিশ হাতেনাতে আটক করে আবার ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে থানা পুলিশরে বিরুদ্ধে।

বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ছোট ভাই মঞ্জুরুল ইসলাম বাচ্চু মিয়া বলেন, পুলিশ পুলিশ উচ্চ আদলতের আদেশ পেয়েও কোনো ভূমিকা না নেয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন- প্রশাসনের অবহেলার কারণে সন্ধ্যা নদী থেকে বালু উত্তোলন এভাবে চলতে থাকলে যে কোনো সময় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জাদুঘরসহ অন্যান্য স্থাপনা নদীতে বিলীন হয়ে যাবে। এ অবস্থায় গত ২৩ মে বাবুগঞ্জ উপজেলার সন্তান হাইকোর্টের আইনজীবি অ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লাহ্ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি জাদুঘর, পাঠাগারসহ অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন ঠেকাতে বালু উত্তোলন বন্ধের জন্য উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন।

ফলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা নদী থেকে বালু উত্তোলনের অনুমোদনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত একই সঙ্গে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি জাদুঘর, পাঠাগারসহ অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন ঠেকাতে বালু উত্তোলন বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের স্মৃতি জাদুঘরসহ স্থাপনা রক্ষায় বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেকের আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত।

চলতি বছরের ১৫ এপ্রিল মেসার্স সততা ট্রেডার্স সন্ধ্যা নদী থেকে বালু উত্তোলনের অনুমতি পায়। এরপর তারা নদী থেকে বালু উত্তোলন শুরু করে। এতে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি জাদুঘরসহ একাধিক গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকা হুমকির মুখে পড়ে। এদিকে উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে সততা ট্রেডার্সের পক্ষে মোঃ ইমন হোসেন ও মোঃ রুবেল বেপারীর নেতৃত্বে প্রতিদিন নদীর তলদেশ থেকে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে।

যার ফলে সন্ধ্যা নদীর ভাঙ্গন তীব্রতা বহুগুণ বাড়িয়ে তুলছে। বালু উত্তোলন বন্ধ না হলে অচিরেই নদী গর্ভে হারিয়ে যেতে পারে বীর শ্রেষ্ঠ ক্যাপপ্টেন মহি উদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘরসহ একাধিক গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকা।

এ ব্যাপারে বাবুগঞ্জ উপজলো নির্বাহী অফিসার সুজিত হাওলাদার বলেন- উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বালু উত্তোলণ সম্পূর্ণ বে-আইনি। আমি খোঁজ নিয়ে সত্যতা পেলে সততা ট্রেডার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official