১৯৭১ সালের ১৮ ডিসেম্বর বেলা ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সেই থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর এখানে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়।
সেদিন জাতীয় পতাকা উত্তোলন করেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন পশ্চিম জোন-১ এর জোনাল চেয়ারম্যান মরহুম এম আব্দুর রহিম।
এসময় মিত্রবাহিনীর এই অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার ফরিদ ভাট্টি ও কর্নেল শমসের সিংয়ের নেতৃত্বে একটি চৌকস দল এম আব্দুর রহিমকে গার্ড অব অনার প্রদান করেন। এ দিনটি দিনাজপুরবাসীর জন্য একটি গৌরবের দিন। দিবসটি পালন উপলক্ষে দিনাজপুরে বিস্তর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।