বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুধবার রাতে তালাপ্রসাদ গ্রামের শহিদ আকন(৫৫) তার ছেলে ছাব্বির(২১),সায়েম(১৯) মেয়ে সুমা(২৪) ও স্ত্রী জাহানারা বেগম(৪৫)কে আসামী করে আহত সাইদুল আকনের স্ত্রী জেসমিন বেগম বাদী হয়ে হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে- তালা প্রসাদ গ্রামের সাইদুল আকনের পরিবারের সঙ্গে একই বাড়ির শহিদ আকনের পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় ১১জুন সকাল ৮টায় সাইদুল আকনকে বাড়ির চলাচলের রাস্তায় একা পেয়ে শহিদ আকন,তার দুই ছেলে,এক মেয়ে ও স্ত্রী অকথ্য ভাষায় গালাগাল করে এবং এক পর্যায়ে কুপিয়ে জখম করে। এসময় তাকে রক্ষা করতে গেলে বোন ঝর্না ও ভগ্নিপতি ইউনুসকেও পিটিয়ে জখম করা হয়। এসময় ঝর্নার গলায় থাকা স্বর্নের চেন ও সাইদুল আকনের পকেট থেকে ২৫ হাজার ৫শত টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে আশংকাজনক অবস্থায় সাইদুল আকনকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়।