স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বর্নীল আয়োজনের মধ্য দিয়ে অসাধারণ মনোরম পরিবেশে বরিশাল সদর উপজেলার গিলাতলিতে অবস্থিত ড্রিম হ্যাভেন রিসোর্ট এ বরিশাল এসএনডিসি সদস্যদের নিয়ে আজ ১৮ জুন রবিবার আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী উৎসব।
এ পুনর্মিলনী উৎসবে এসএনডিসি পরিবারের প্রায় ৫০ জন ভলান্টিয়ার উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন এসএনডিসি বরিশালের সভাপতি তানজিল ইসলাম শুভ। আরো উপস্থিত ছিলেন এসএনডিসি বরিশালের সম্পাদক হাসিব মৃধা। এ ছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল এসএনডিসির নতুন ও পুরাতন সদস্য গন।
এই আয়োজনে সমস্ত খরচ এসএনডিসি বরিশালের সকল সদস্যগণ নিজেরাই বহন করে।
অনুস্ঠানের শুরুতেই এসএনডিসি বরিশালের হেড অফ আইটি নাঈম এ সাব্বির নতুন ও পুরাতন সদস্যদের মধ্যে পরিচয় করিয়ে দেন।
অনুস্ঠানে ছেলে ও মেয়ে সদস্যদের আলাদা আলাদা গেমের ব্যবস্থা করা। এবং খেলা শেষে পুরস্কার বিতরন করা হয়।
এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।