বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান। এর আগে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের এক বাউন্সারে বুড়ো আঙুলে চোট পান ধাওয়ান।
গত ৯ জুন ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ভারত। ওই ম্যাচেবই অসাধারণ ব্যাটিং করে শতকও পূর্ণ করেন ধাওয়ান। ১০৯ বল খেলে করেন ১১৭ রান। কিন্তু ব্যাটিংয়ের সময় অজি পেস বোলার প্যাট কমিন্সের বলে বাঁ হাতের বৃদ্ধাঙুলে আঘাত পান তিনি। হাতের চোট গুরুতর বুঝতে পেরে ফিল্ডিংয়ের সময় মাঠে নামেননি ধাওয়ান।
বুধবার এক টুইটার বার্তায় আইসিসির পক্ষ থেকে জানানো হয়, হাতের হাড় ভেঙে যাওয়ায় এই বিশ্বকাপের আর কোনো ম্যাচে খেলা হচ্ছে না ধাওয়ানের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিশিয়াল এক টুইটে জানানো হয় বিশেষজ্ঞদের পরামর্শ মতো তার সেড়ে উঠতে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে।
পরে দলে ধাওয়ানের জায়গায় অন্তর্ভুক্ত করার জন্য ঋষভ পন্তকে নিয়ে যাওয়া হয় ইংল্যান্ড।