বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন নলুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য চান মিয়ার কাছে চাঁদা দাবী করে সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে| আর এই হামলা চালিয়েছে ওই এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজ হামিদুজ্জামান রিমন ও তার দলবল| তাদের হামলায় মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে ইউপি সদস্য চানমিয়া দুমকি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত মেম্বরের স্বজনরা জানান,দীর্ঘ দিন ধরে চানমিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল এলাকার নানা কুকর্মের সাথে জড়িত হামিদুজ্জান রিমন মৃধা| তারই ধারাবাহিকতায় গত ১৭ জুন সন্ধায় চানমিয়ার দোকানে এসে চাঁদা দাবি করে রিমন,রোকনুজ্জামান ও একদল অজ্ঞাত সন্ত্রাসী । চানমিয়া চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে উল্লেক্ষিত সন্ত্রাসীরা তার উপর দেশী অশ্র নিয়ে হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করে এবং দোকান ভাংচুর করে সেখানে ক্যাশবাক্সে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনা পরবর্তিতে স্থানীয়রা ছুটে এসে চানমিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়| এদিকে ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পরে ওই এলাকায়| উত্তেজিত জনগন একজোট হয়ে রিমনকে গনধোলাই দেয়| নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, চান মিয়া একজন ইউপি সদস্যের পাশাপাশি বয়স্ক মানুষ | তার উপর এই হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না|
তারা আরও জানান,রিমনের বাবা – ভাই বিএনপি রাজনীতির সাথে ঘনিসঠ ভাবে জড়িত | কিন্তু বর্তমানে রিমন মৃধা আওয়ামীলীগের সাইনবোর্ড ব্যাবহার করে ইউনিয়ন জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে| এমন কোন কুকর্ম নেই যা সে করে না| এর ফল স্বরুপ বেশ কয়েকটি মামলার আসামী হয়ে জেলও খেটেছে রিমন| এলাকাবাসী মেম্বর চানমিয়ার উপর হামলার বিচারের পাশাপাশি রিমন মৃধার দৃস্টান্তমুলক শাস্তি দাবি করেছেন|.