জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বুধবার তা খারিজ করে দেন জেলা জজ নিতাই চন্দ্র সাহা।
পরে আইনজীবী জানান, মামলার বাদী মামলার আবেদন, জবানবন্দি ও দাখিল করা কাগজপত্রে তার বয়স ৪৫ বছর উল্লেখ করেছেন।
কিন্তু জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বর্তমান বয়স ৫৩ বছর। তিনি তার প্রকৃত বয়স গোপন করেন। মামলায় তিনি নিজের এবং আসামিদের স্থায়ী ঠিকানা উল্লেখ করেননি। এসব কারণে আদালত মামলা খারিজ করে দেন।