16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট খেলাধুলা প্রচ্ছদ

টস জিতে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত নিউজিল্যান্ড। আছে পয়েন্ট তালিকার দুই নাম্বারে।

উড়তে থাকা কিউইদের মুখোমুখি তালিকার সাত নাম্বারে থাকা ওয়েস্ট ইন্ডিজ।

সেমিফাইনালে লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই ক্যারিবিয়ানদের কাছে। কেননা পাঁচ ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে তারা। অপরদিকে, সমান ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিউজিল্যান্ডের।

ওল্ড ট্রাফোর্ডে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক জেসন হোল্ডার। অর্থাৎ নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করবে।

এখন পর্যন্ত কোন ম্যাচে না হারা কিউইরা আজকেও উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামছে। অপরদিকে গত ম্যাচ বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে উইন্ডিজ। আন্দ্রে রাসেল, ড্যারেন ব্রাভো, শ্যানন গ্যাব্রিয়েলের পরিবর্তে আজ দলে জায়গা পেয়েছেন কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স ও কেমার রোচ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ(উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কার্লোস ব্রাথওয়েট, জেসন হোল্ডার(অধিনায়ক), শেলডন কটরেল, অ্যাশলে নার্স,ওশানে থমাস, কেমার রোচ।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেনে উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্তনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official