নিউজ ডেস্ক:
বরিশালে নগরের রূপাতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির তালুকদার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুন) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল সাকিব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মনির তালুকদার নগরের ২৪নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকার বাসিন্দা আ. ছত্তার তালুকদারের ছেলে।
স্বজনরা জানান, রূপাতলী সোনারগাঁ টেক্সটাইল সংলগ্ন এলাকার নিজ বাসায় বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মনির। দ্রুত তাকে উদ্ধার করে শেবাচিম হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরতরা জানান, মৃত ঘোষণার পর মনিরের মরদেহ নিয়মানুযায়ী হাসপাতালের মরদেহ রাখা কক্ষে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে কতিপয় ব্যক্তি মনিরকে নড়েচড়ে উঠতে দেখেছেন বলে দাবি করলে হাসপাতালে হট্টগোল সৃষ্টি হয়।
এরপর মরদেহ পুনরায় চিকিৎসকের কাছে নিয়ে গেলেও তাকে মৃতই ঘোষণা করা হয়। পরে স্বজনরা তার মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে চাইলে স্টাফদের সঙ্গে বাক-বিতণ্ডা হয়।
এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে মনিরের মরদেহ নিয়ে যাওয়ার কথা বলে। পরে মনিরের স্বজনরা পুলিশের উপস্থিতিতেই হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তানজিল জানান, সুরতহাল শেষে আইন অনুযায়ী নিহতের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।