সংবাদ সম্মেলনে কথা বলছেন সাকিব আল হাসান।সাউদাম্পটনে আফগানিস্তান মিশন শেষ করে বাংলাদেশের পরবর্তী গন্তব্য বার্মিহাম। সেখানে ২ জুলাই ভারতের বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে আগেই ভারত শিবিরে বার্তা পৌঁছে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার ভারতকে হারানোর হুঁশিয়ারি দিলেন সাকিব। তিনি জানিয়ে রাখলেন, ভারতকে হারানোর সামর্থ্য তাদের আছে।
সোমবার রোজ বোল স্টেডিয়ামে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে আফগানদের হারিয়ে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের আত্মবিশ্বাস নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। ভারতকে হারানো সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব আত্মবিশ্বাসী কণ্ঠেই বললেন, ‘ভারতের বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আসছে। তারা শীর্ষ দলগুলির একটি, তাদের লক্ষ্য শিরোপা জয়। আমাদের কাজটি সহজ হবে না। তবে সর্বোচ্চ চেষ্টা করব আমরা।’