27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় ট্রাম্পের পা

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার মাটিতে পা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকার ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পার হয়ে, কঠিন নিরাপত্তার মধ্যদিয়ে সীমান্তবর্তী উত্তর কোরিয়ার গ্রাম পানমুনজম এ প্রবেশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এখানেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জনং উনের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হয়। দুই নেতা করমর্দন করেন এবং কিছুক্ষণ কথা বলেন। পরে ট্রাম্প ফিরে আসেন এবং কিম ফিরে যান। পরে উপস্থিত সংবাদমাধ্যম কর্মীদের ট্রাম্প বলেন, তিনি কিমকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

উত্তর কোরিয়ার মাটিতে পা রাখাকে ‌‘অসাধারণ অনুভূতি’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এখানে আসতে পেরে গর্বিত বোধ করছি।’ অপরদিকে ট্রাম্পের এই পদক্ষেপকে ‘দারুন সাহসিকতা’ হিসেবে উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন বলেছেন, ‘এই এক বিশেষ মুহূর্ত, এক ঐতিহাসিক মুহূর্ত।’ উত্তর কোরিয়ার সঙ্গে খুব শিগগিরিই আরেকটি দিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে কী না এমন একটি প্রশ্নে জবাবে ট্রাম্প বলেন, এখনই এই প্রশ্নের উত্তর দেয়া সম্ভব নয়।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official