স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশালে অনুষ্ঠিত হল শী পাওয়ার প্রোজেক্ট এর সমাপনী অনুষ্ঠান। শী পাওয়ার প্রোজেক্ট, আইটি সার্ভিস প্রোভাইডার শিক্ষার্থীদের আয়োজনে বরিশাল সেলিব্রেশন পয়েন্টে আজ মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হল শী পাওয়ার প্রোজেক্ট এর সমাপনী অনুষ্ঠান।

ছবিঃ শাওন অরন্য
এই সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শী পাওয়ার প্রোজেক্ট এর কোওর্ডিনেটর আশরাফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস। প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের “নারীরা পারে, নারীরাই পারবে” এই স্লোগান নিয়ে সুদীর্ঘ ৮ মাস ১২ দিনের পথ চলা শী পাওয়ার প্রোজেক্ট এর বরিশালের শিক্ষার্থীদের। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) মোঃ শহীদুল ইসলাম। কেক কাটার পরই হয় আলোচনা সভা।

ছবিঃ শাওন অরন্য
জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) মোঃ শহীদুল ইসলাম বলেন, নারীরা পারে, নারীরাই পারবে, তার সব থেকে বড় উদাহরণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত প্রতিকুলতার মধ্যে দিয়েও তিনি উন্নতির শিখরে উঠেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কারনেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে। তার হাত ধরেই নারীরা আজ আইসিটির আলোতে আলোকিত। আলোচনা সভার পরে শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ছবিঃ শাওন অরন্য
উল্লেখ্য, দীর্ঘ এই সময় শিক্ষার্থীদের হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং, মোবাইল সার্ভিসিং সহ ইত্যাদি কাজের প্রশিক্ষণ দেয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকাল ৫টায় দিন ব্যাপী এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি আশরাফুল আলম।