ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম’র নলছিটি থেকে বদলীজনিত বিদায় উপলক্ষে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে ডেপুটি কমান্ডার (সাবেক) তাজুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও মোঃ আশ্রাফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমান্ডার (সাবেক) আব্দুল হাকিম মোল্লা,জেলা কমান্ডের সহকারী কমান্ডার এ.টি.এম.শাহজাহান,উপজেলা সমাজসেবা অফিসার মোফাজ্জেল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.বি.এম. হারুন অর রশিদ,আহসান হাবিব আকন,হাবিব হাওলাদার,শেখ হাবিবুর রহমান,মাকসুদ হোসেন,আব্দুল হালিম খলিফা,রুস্তম আলী খলিফা প্রমুখ। বিদায়ী বক্তব্যে ইউএনও আশ্রাফুল বলেন,কেবল একজন নির্বাহী অফিসার হিসেবেই নয়,একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাকে নলছিটির পিতৃতুল্য মুক্তিযোদ্ধাগন সবসময় আমাকে আন্তরিকতার সাথে সহাযোগীতা করেছেন।
মুক্তিযোদ্ধাদের উন্নয়নে ও সহায়তা প্রাপ্তিতে সরকার নির্ধারিত কার্যক্রমে তারা আমাকে পরামর্শ দিয়েছেন। আমি সৌভাগ্যবান যে,ইউএনও হিসেবে আমার প্রথম পোস্টিং নলছিটিতে এবং আমি এখনকার সহানুভুতিশীল মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অনেক সঠিক পরামর্শ পেয়েছি।
আমি যতদিন বেচে থাকবো নলছিটির সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের স্বরন রাখবো বলে তিনি উল্লেখ করেন। তিনি সকলের কাছে দোয়া চান এবং কাজের মাঝে ভুলত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।