বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির জনকের অদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা আজ শুধু আমাদের নেতা নন, তিনি বিশ্বের নেতা। সুতরাং জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার বিকল্প নেই। আমাদের ব্যক্তি পর্যায়ের হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। কি পেলাম আর কি পেলাম না-সেই হিসেব করার সময় নেই। দেশ উন্নয়নে সবাইকে অবদান রাখতে হবে।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা।
আমু আরও বলেন, বিরোধীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা চালিয়েছিল। তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে স্বাধীনতার চেতনাকে হত্যা করা শুরু করে। জাতির জনককে হত্যার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ২১ বছর নির্যাতনের শিকার হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও সেসবের প্রতিশোধ নেয়নি। কারণ আওয়ামী লীগ জনগনের দল।
আমির হোসেন আমু বলেন, আমাদেরকে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদৎ বাষির্কী পালন করতে দেয়নি। এসব থেকে শিক্ষা নিতে হবে। নিজেদের মধ্যে ঝামেলা থাকলে বিরোধীরা মাথাচড়া দিবে। তখন আগের মত পরিণতি ভোগ করতে হবে।
গতকাল বেলা ১১ টায় বরিশাল ক্লাব মিলনায়তন হল রুমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমাউন, হাফিজ মল্লিক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আআহমেদ, গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ প্রমূখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন, কর্মী সংগ্রহ, ঝিমিয়ে পড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের ভিতর কখনোই হাইব্রিডদের আশ্রয়-প্রশ্রয় দেব না। এই সভার মধ্য দিয়ে তৃণমূলকে শক্তিশালি করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।
সভা সঞ্চলনা করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম। সভায় বিভাগের আওয়ামী লীগের দলীয় সকল সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।