পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ (ঈঐঈচ) মমিন তালুকদার (৩০) কে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার ফুলঝুড়ি গাজির চডান কমিউনিটি ক্লিনিকে কর্তব্যরত আবস্থায় একদল সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ইনচার্জ মমিন তালুকদারকে ক্লিনিক থেকে বের করে বাহিরে এনে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে জখম করে পাশের খালে ফেলে দেয়। পরে স্থানীয়রা খাল থেকে মমিন তালুকদারকে উদ্ধার করে দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক মমিনকে দুপুরেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত মমিন উপজেলার বুড়িরচড় গ্রামের মোদাচ্ছের তালুকদারের ছেলে।
আহত মমিনের ভাই সাদ্দাম তালুকদার জানায়, জমিজমা নিয়ে প্রতিবেশেী চাচা ও চাচাত ভাইদের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মৃত লতিফ তালুকদারের ছেলে শাহ্আলম তালুকদার ও শাহ্আলম তালুকদারের ছেলে শিমুল তালুকদারের নেতৃত্বে ১০/১৫জনের একদল সন্ত্রাসী নিয়ে আমার ভাই ক্লিনিকে কাজ করার সময় তাকে ধরে বাহিরে এনে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে ক্লিনিকের পাশের একটি খালে ফেলে দিয়ে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয়রা আমার ভাই মমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, এ হামলার খবর পেয়েছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।