বরিশাল জেলার মুলাদী উপজেলা গাছুয়া ইউনিয়নে পদ্মারহাট বাজারের সংলগ্ন খালের উপরব্রিজটি এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। ইসলামাবাদ নেছারিয়া আলিম মাদ্রাসার হাজার হাজার ছাত্র ছাত্রী ও জন সাধারণ চলাচলের একমাত্র এই ব্রিজটি।
ব্রিজটির মাঝখান দিয়ে ভেঙ্গে গেছে। এর মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। ব্রিজ ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগন।

এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার ছাত্র-ছাত্রী চলাচল করে। ব্রিজ ভেঙ্গে যাওয়ায় সেখানে কাঠের তক্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে অটোরিকশা,ভ্যান,লেগুনা, যানবাহন মোটরসাইকেল চলাচল করে ব্রিজটির ঠিক মাঝখানে ভেঙে গেছে।
এলাকার সাধারণ জনগণ জানান ব্রিজের উপর দিয়ে প্রতিদিন প্রায় দশ হাজার লোকের চলাচল করে। তাই যত তারাতারি সম্ভব ব্রিজটি পুনঃ নির্মাণ এর দাবি করেন এলাকার সাধারণ জনগণ।