এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ ঢাকা

এরশাদের অবস্থা আশঙ্কাজনক

জাপা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সময় ক্রমেই শেষ হয়ে আসছে।

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত ও আশঙ্কাজনক।

রোববার (৭ জুলাই) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জিএম কাদের বলেন, তার হেমোডায়াফিলট্রেশন চলছে। পালস, ব্লাড প্রেশার, অন্য সবকিছু স্বাভাবিকভাবে চলছে; তবে তা শুধুমাত্র লাইফ সাপোর্টে রাখার কারণে। যতদিন তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারবেন না, ততদিন তাকে এভাবে রাখা হবে।

তিনি বলেন, সিএমএইচ কর্তৃপক্ষ তার চিকিৎসায় কোনো খুঁত রাখছেন না।

এসময় এরশাদের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান জিএম কাদের।

গত ২৬ জুন শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন এরশাদ। পরে গত রোববার তার অবস্থার অবনতি হয়।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official