16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক জেলার সংবাদ বরিশাল

বরিশালে এসে মুগ্ধ হলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার

আট বিভাগ ঘুরে বাংলাদেশে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তিনি বলেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা খুবই শান্তিপূর্ণ। এদেশে আসার পর আটটি বিভাগ ঘুরে দেখেছি। এখানে সৌহার্দ্য ও সম্প্রীতি বিরাজ করছে।’

তিনদিনের বরিশাল সফরের শেষ দিন আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে নগরীর ঐতিহাসিক অক্সফোর্ড মিশন পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রবার্ট মিলার বলেন, ‘বাংলাদেশ এমন এক দেশ, যেখানে কেউ ভ্রমণ করলেই বুঝতে পারবে, শিগগিরই দেশটি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। উন্নয়ন ও গণতন্ত্রের যাত্রা দেশটিকে বিশ্ব দরবারে অনন্য পর্যায়ে নিয়ে যাবে।’

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘এই দেশের যাত্রা শুরু হয়েছে মাত্র ৪৭ বছর আগে। শিগগিরই দেশটি স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে। আমেরিকার একজন প্রতিনিধি হিসেবে এদেশে দায়িত্ব পালন বেশ উপভোগ করছি।’

আজ বেলা ২টার দিকে নগরীর ঐতিহাসিক অক্সফোর্ড মিশন পরিদর্শনে যান রবার্ট মিলার। এসময় তিনি চার্চে প্রার্থনায় অংশ নেন এবং ফাদারসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ ছাড়া, সেখানে অবস্থানরত ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিক লুসি হল্টের সঙ্গেও সাক্ষাত করেন। পরে অক্সফোর্ড মিশন বিদ্যালয় পরিদর্শন করেন।

বরিশালের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত: গত ৯ জুলাই তিনদিনের সফরে বরিশালে আসেন মার্কিন রাষ্ট্রদূত। আজ বৃহস্পতিবার বরিশালের ঐতিহ্যবাহী শ্রী শী শংকর মঠ ও অক্সফোর্ড মিশন পরিদর্শনের মধ্যদিয়ে তার এ সফর শেষ হয়। এ সফরের ব্যাপারে উচ্ছ্বসিত কণ্ঠে আর্ল রবার্ট মিলার বলেন, ‘বরিশালের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।’ এদিন বিকাল ৪টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official