স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশালে হাসি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হল হাসি উৎসব ২০১৯। শের-ই-বাংলা মেডিকেল কলেজ অডিটোরিয়াম এ আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হল হাসি উৎসব ২০১৯।

এ হাসি উৎসব উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। সার্বিক সহযোগিতায় ছিল রাহাত আনোয়ারা হসপিটাল, ফিটনেস এক্সপ্রেস জিম,কুল ফিশন। মিডিয়া পার্টনার হিসেবে ছিল অন্তরঙ্গ।

অনুষ্ঠানে পথশিশুদের পোশাক বিতরণ করা হয়। পথশিশুদের পোশাক দিয়ে এই প্রোগ্রামের সূচনা করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। পোশাক বিতরণ এর পরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন হাসি ক্লাবের সদস্যরা। পরবর্তীতে গান পরবেশন করেন বরিশাল বিখ্যাত ব্যান্ড কুল ফিশন। হাসি পরিবারের সভাপতি আহমেদ ইসলাম ফাহিম বলেন, আমরা হাসি পরিবারের মাধ্যমে বাংলাদেশের যুবসমাজদের নিয়ে এগিয়ে যেতে চাই। অনুষ্ঠানের শেষ পর্যায় অভিনয়,নৃত্য,গান,মডেলিং শিল্পী অন্বেষণ এর প্লাটফর্ম ট্যালেন্ট হান্ট বাংলাদেশের বরিশাল বিভাগ এর কার্যক্রম শুরুর ঘোষণা দেন ট্যালেন্ট হান্ট বাংলাদেশ এর বরিশাল বিভাগের প্রধান মোঃ আকাশ।
