নীলফমারীর সৈয়দপুরে ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা বস্তবায়ন করেন। মানুষের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী যে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছেন তা একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন। যা পূর্বের কোন সরকারেই তা করেননি।
শুক্রবার বিকেলে সৈয়দপুর ডায়াবেটিস হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ডা. আবু আহমেদ মর্তুজা।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংসদ সদস্য রাবেয়া আলীম, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, মেজর জেনারেল আবু সাঈদ মোহাম্মদ মাসুদ, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুল মোমিন।