অনলাইন ডেস্ক :
বরিশাল কোতয়ালী মডেল থানায় মাসিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন বিষয়ক স্থানীয় জন প্রতিনিধি, সুধি সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরীকদের নিয়ে মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১৩ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত কোতয়ালী মডেল থানা কম্পাউন্ড চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনাসহ সকলের সুপারিশমূলক বক্তব্য, অভিযোগসহ নগরীর মাদক নির্মূলের বিষয়ে সকলেই ছিল স্বোচ্ছার।
কোতয়ালী মডেল থানা সহকারী উপ-পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেলের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (পিপিএম বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়া, বরিশাল বিসিসির সংরক্ষিত প্যানেল মেয়র আয়শা তৌহিদা লুনা, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী আখতারুজ্জামান হিরু, ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান, ওয়ার্ড কাউন্সিলর হুমাউন কবীরসহ নগরীর বিভিন্ন স্থান থেকে আসা সুধি সমাজের ব্যাক্তিরা নিজ নিজ ভাবে বক্তব্য রাখেন।
পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (পিপিএম বার) এসময় বলেন, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা বাহিনীকে কাজে লাগানো হবে।
তিনি আরো বলেন শুধু প্রশাসনের উপর চেয়ে থাকলে চলবে না। তাদেরকে নিজস্ব এলাকা থেকে স্থানীয় জন প্রতিনিধিসহ এলাকাবাসী আন্তরিকভাবে সহযোগীতায় এগিয়ে আসে তাহলে অপরাধ নিমূর্ল করা শুধু সময়ের ব্যাপার।
তিনি আশা প্রকাশ করে বলেন সামনের দিনগুলোতে জন প্রতিনিধিসহ এলাকাবাসী যেকোন অপরাধ দমনে প্রশাসনকে তারা আন্তরিকভাবে সহযোগীতা করবে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কাজে কোন ধরনের গাফলিতির অভিযোগ আসলে তাকেও প্রশ্নের মুখামুখি হতে হবে।