27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজণীতি

ছাত্রদল সংকটের সমাধানে শিগগিরই পুনঃ তফসিল

ছাত্রদলের কমিটি গঠন নিয়ে জটিলতা কাটেনি। তবে সহসাই সমস্যা কাটিয়ে ঈদ-উল আজহার আগেই নতুন কমিটির বিষয়ে আশাবাদী সার্চ কমিটির সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বললেন, ১৫ জুলাই যে নির্বাচন হওয়ার কথা ছিলো, তা স্থগিত করা হয়েছে। পুনরায় তফসিল ঘোষণা করা হবে।’

বয়সসীমা না করে ধারাবাহিক কমিটির দাবিতে আন্দোলনরত ছাত্রদলের গত কমিটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের সম্পর্কে তিনি বলেন, ‘তারা আমাদের ছোট ভাই। তাদের দাবির প্রতি আমরা সম্মান জানাই। আলোচনার মধ্যেই সংকট সমাধান হবে।’

গত ৩ জুন নতুন কমিটি গঠনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়া হয়। বয়সসীমা না করে ধারাবাহিক কমিটির দাবিতে গত ১১ জুন আন্দোলন নামেন ছাত্রদলের গত কমিটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সংকট নিরসনে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠন করা হয় সার্চ কমিটি। পক্ষপাতদুষ্টতার অভিযোগ এনে ওই কমিটিকে প্রত্যাখ্যান করেন বিলুপ্ত কমিটির ক্ষুব্ধ নেতারা। তাদের আন্দোলনের মুখে ঘোষিত তফসিল স্থগিত করা হয়। গত ২২ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে লাঞ্ছনার অভিযোগে ক্ষুব্ধ ছাত্রদল নেতাদের নেতৃত্ব দেয়া ১২ নেতাকে বহিষ্কার করা হয়। যদিও বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতা বলেছেন, রিজভীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিলো না। আসলে তারা সার্চ কমিটির নেতাদের ঘটনার বলি হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সঙ্কট সমাধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দায়িত্ব দেন। কিন্তু দলের মধ্যে বিশেষ মহলের ইন্ধনে ওই উদ্যোগও ব্যর্থ হয়।

সূত্রে জানা গেছে, সার্চ কমিটির দুই-তিনজন নেতা মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের ঐক্যেও ফাটল ধরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বিষয়টি ফাঁস হয়ে গেলে বিপরীত পরিস্থিতি তৈরি হয়। সার্চ কমিটির নেতাদের এসব কর্মকাণ্ড স্থায়ী কমিটির নেতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করা হয়েছে।

ছাত্রদলের সাবেক এক নেতা বলেন, ‘সার্চ কমিটির নেতারা আমাদের বৈঠকে ডেকেছিলেন। তবে আমরা না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বৈঠক প্রত্যাখ্যান করেছি। কারণ, এর আগে তাদের সঙ্গে আমরা একাধিকবার বৈঠক করেছি। সেই বৈঠকগুলোতে আমাদের সঙ্গে তাদের দীর্ঘ কথা হয়েছে। তবে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।’

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official