28 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

পাঁচ লুকে দেখা যাবে আমির-কারিনাকে

শক্তিশালী চরিত্রে অভিনয়ে নাম-ডাক রয়েছে আমির খানের। সিনেমার প্রয়োজনে প্রায় নিজেকে খোল-নলচে বদলে নেন তিনি। অল্প ব্যতিক্রম ছাড়াই তার হালের সিনেমাগুলো ব্লকবাস্টারের খেতাব পেয়েছে।

‘থাগস অব হিন্দুস্তান’-এর ভরাডুবি মেনে নিয়ে ফের উঠে দাঁড়িয়েছেন এই তারকা। বর্তমানে পরের সিনেমা ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত। অদ্বৈত চন্দনের পরিচালনায় এই সিনেমাতে আমিরের বিপরীতে আছেন কারিনা কাপুর খান। এর আগে তারা ‘থ্রি ইডিয়টস’ ও ‘তালাশ’-এ একসঙ্গে অভিনয় করেন।

শোনা যাচ্ছে, ‘লাল সিং চাড্ডা’য় লুক নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা হবে। এর আগে দঙ্গল, পিকে, গজনিতে ওজন বাড়ানো-ঝরানোর মধ্য দিয়ে গেছেন আমির খান। এবার তার সঙ্গে লুক বদলের কসরতে শামিল হবেন কারিনা। তাদের অনেকগুলো লুকে দেখা যাবে।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা যায়, দশক হিসেব করে এই ছবিতে চার থেকে পাঁচটি লুকে হাজির হবেন আমির খান। লুক পরিবর্তনে ওই সময়ের পোশাক ও সাংস্কৃতিক অনুষঙ্গকে গুরুত্ব দিচ্ছেন নায়ক ও নির্মাতা। তারা ছবির প্রথম শিডিউলের আগেই এই বিষয়ে সবকিছু চূড়ান্ত করে ফেলবেন।

এই সিনেমার জন্য বেশ আগেই ওজন ঝরানো শুরু করেছেন আমির। কয়েক মাস আগে তিনি বলেন, “এই সিনেমায় আমি তরুণ বয়সী চরিত্রে অভিনয় করছি। তাই ২০ কেজি ওজন কমাতে হবে। ইতিমধ্যে দুই সপ্তাহের চেষ্টায় আমি সাড়ে তিন কেজি কমিয়েও ফেলেছি।”

আমিরের সমান্তরাল চরিত্রের কারণে কারিনাকেও একাধিক লুকে দেখা যাবে। এর জন্য তাকে নায়িকা হিসেবে সঠিক বাছাই বলে ভাবছে ‘লাল সিং চাড্ডা’ টিম।

অক্টোবর থেকে তিনটি শিডিউলে সিনেমাটির দৃশ্যায়ন হবে। যার গল্পে থাকবে সত্তর দশক থেকে বর্তমান সময়। ভারতের জরুরি অবস্থা, কারগিল যুদ্ধ, পুলওয়ামা-উরি হামলা ও সরকার পরিবর্তন ধারাবাহিকভাবে উঠে আসবে। সব মিলিয়ে সর্বশেষ পাঁচ দশকে ভারতের সামাজিক-রাজনৈতিক পরিবর্তন তুলে আনবে ‘লাল সিং চাড্ডা’।

আগস্টের মধ্যে পুরো কাস্টিং চূড়ান্ত হবে। অক্টোবরে শুটিং শুরু হওয়ার আগে হাতের ব্যস্ততা ঝেড়ে ফেলবেন কারিনা। বর্তমানে ‘অ্যাংরেজি মিডিয়াম’ সিনেমার শুটিংয়ে তিনি লন্ডন আছেন। এছাড়া একটি রিয়্যালিটি শো’র বিচারক হিসেবে কাজ করছেন।

‘লাল সিং চাড্ডা’ নির্মিত হবে ১৯৯৪ সালের রবার্ট জেমেকিস পরিচালিত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক হিসেবে। উইস্টন গ্রুমের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি ওই ছবিতে অভিনয় করেন টম হ্যাঙ্কস। এর জন্য তিনি সেরা অভিনেতার অস্কার পুরস্কার লাভ করেন। মুক্তির পরপর ‘ফরেস্ট গাম্প’ বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রধান অনুপ্রেরণাদায়ক ছবির তালিকায় জায়গা করে নেয়।

আমির খান জানান, বেশ আগেই সিনেমাটির হিন্দি রিমেকের পরিকল্পনা করেন। সেই অনুসারে প্যারামাউন্ট পিকচার্স থেকে স্বত্ত্ব কিনে নেন। ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে ২০২০ সালের বড়দিনে।

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পামেলা

banglarmukh official

বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

banglarmukh official

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

banglarmukh official

মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

banglarmukh official