বরিশালে পাবলিক সার্ভিস দিবস-২০১৯ উপলক্ষ্যে আলোচনা সভা ও উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ই) জুলাই বেলা ১২ টায় দেশ ব্যাপির সাথে চতুর্থ বারের মত নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম বার), বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোয়াজ্জেম হোসেন ভূইয়া, বরিশাল প্রেস ক্লাব সাবেক সভাপতি এ্যাড. এস এম. ইকবাল ও বরিশাল জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী।
এখানে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস সহ পানি উন্নয়ন অধিদপ্তর, কৃষি,মৎস্য, শিক্ষা, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা জাতীর জনক বঙ্গবন্ধুর নির্দেশনামূলক দেয়া বক্তব্য তুলে ধরা সহ জনগনকে সরকারী কর্মকর্তারা কিভাবে সেবা প্রদান করবেন বিষয়ের কথাগুলো উপাস্থপন করা হয়।