নগরীর সদর রোডস্থ অনামি লেন সড়কে গত ১২ জুলাই সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহযোগিতার আশ্বাস দিয়েছন বরিশাল সিটি কর্পোরশেনর মেয়র সেরিনয়াবাত সাদিক আবদুল্লাহ।
আজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে কল্পনা রানী, অশোক দাস ও স্বপন কর্মকার মেয়রের সাথে সাক্ষাত করেন।
এসময় মেয়র তাদের দূর্দশার কথা শুনে সহানুভূতি প্রকাশ করে বলেন অগ্নিকান্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছন তাদের সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে। এবং স্বল্প সময়ের মধ্যে তাদের হাতে আর্থিক সহায়তা পৌছে দেয়া হবে।