অনলাইন ডেস্ক :
সমুদ্র উত্তাল হওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিসের এক বিশেষ সতর্ক বার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে, শুক্রবার ভোর রাত থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে আকাশের গর্জন। কখনও ঝিরিঝিরি আবার কখনও বৃষ্টির গতি কিছুটা বেড়ে যায়, সাথে বইছে কনকনে শীতল হাওয়া।