শনিবার সকালে সৈকত থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যবসায়ীর নাম হাকিম শরিফ (৫৫)। তিনি কুয়াকাটা সমূদ্র সৈকতে বসার চেয়ার ভাড়া দিতেন। তার বাড়ি কুয়াকাটা পৌর শহরের ৮নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায়।
পুলিশের ধারণা, শুক্রবার দিবাগত রাতের যেকোনও সময় তাকে হত্যা করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন পূর্ব পাশে সী-বিচে লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার কপাল ও পিছনে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড।