জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হাইকোর্টে জামিন আবেদন করেছেন। রোববার দুপুরে এ আবেদন করা হয়। জামিন শুনানি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। খবর যমুনা টিভি
এর আগে দুর্নীতির এ মামলায় গত বছরের ২৯ এপ্রিল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়াও ওই ট্রাস্টের নামে কেনা কাকরাইলের ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিচারিক আদালতে থাকা ওই মামলার নথিপত্র দুই মাসের মধ্যে উচ্চ আদালতে পাঠাতে বলা হয়েছে।