29 C
Dhaka
জুলাই ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

ডেঙ্গুতে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি ১৩৯, খোলা হয়েছে ক‌ন্ট্রোলরুম

অনলাইন ডেস্ক :: আজ ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ১৩৯ জন ডেঙ্গু রোগী চি‌কিৎসাধীন রয়েছেন। শুক্রবার (০২ আগস্ট) এ সংখ্যা ছিল ১১৪ জন। হাসপাতা‌লের হি‌সাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন ৩৫ জন। যার মধ্যে পুরুষ ২০ জন, নারী ১৪ জন ও শিশু একজন রয়েছে। আর ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন তিনজন পুরুষ ও পাঁচজন নারী। অপরদিকে চি‌কিৎসাধীন ১৩৯ জ‌নের ম‌ধ্যে পুরুষ ৯২, ম‌হিলা ৩৯ ও শিশু রয়েছে আটজন।

গত ১৬ জুলাই থে‌কে ৩ আগস্ট পর্যন্ত ব‌রিশাল মে‌ডিক্যালে মোট ২১৬ জন ডেঙ্গু রোগী ভ‌র্তি হয়েছেন। এর ম‌ধ্যে ৭৫ জন চি‌কিৎসা নি‌য়ে ফি‌রে গে‌ছেন। মারা গেছেন দুই জন।

অপরদিকে সরকার নির্ধারিত বেশি অর্থাৎ অতিরিক্ত ফি না নিতে পারায় কৌশলগতভাবে বৃহস্পতিবার (০১ আগস্ট) সন্ধ্যার পর পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করে দেয় বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টার। যদিও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ হাসপাতালে এ অভিযোগের সত্যতা পেয়ে ডায়াগনস্টিক মালিকদের ডেকে সরকার নির্ধারিত ফি’র মধ্যে ডেঙ্গু রোগীদের পরীক্ষার নির্দেশ দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে ডেঙ্গু শনাক্তকরণের ব্লাড প্লাটিলেটস পরীক্ষার জন্য শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এন্টিজেন্টের সংকট এখনও থাকলেও শনিবার সকালে পর্যাপ্ত স্যালাইন এসে পৌঁছেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের প‌রিচালক ডা. মো. বা‌কির হো‌সেন বলেন, ডেঙ্গু রোগী‌দের সুবিধার্থে হাসপাতা‌লে এক‌টি ক‌ন্ট্রোলরুম খোলা হ‌য়ে‌ছে। পাশাপাশি রোগীদের জন্য হাসপাতালে শিগগিরই একটি পৃথক ওয়ার্ড চালু করা হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official