ঝিনাইদহ প্রতিনিধি// জান্নাতুল ফেরদৌস:
ঝিনাইদহে জেলা পুলিশের অভিযানে শহরের চাকলাপাড়া থেকে রহমান ব্রাদার্সের নকল কোমল পানীয় গুদাম ঘরের সন্ধান পেয়েছে। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ ৫০ হাজার টাকার নকল কোমল পানীয় (বেনটেন ও ফাষ্ট স্পিড) জব্দ করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে। ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা পুলিশের নেতৃত্বে দুটি দল শহরের চাকলাপাড়াতে অভিযান চালায়। অভিযানকালে শহরের ব্যবসায়ী আনিসুর রহমানের নকল কারখানার সন্ধান পেয়ে বিপুল পরিমান নকল কোমল পানি জব্দ করে। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসনাতের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত বসানো হয়। এ সময় কারখানার মালিক দোষ স্বীকার করায় তাকে ১লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।‘ জানা গেছে, পরে উদ্ধারকৃত নকল কোমল পানীয় রাস্তার উপর ফেলে ধ্বংস করা হয়।