30 C
Dhaka
জুলাই ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রচ্ছদ প্রশাসন বরিশাল রাজণীতি

বরিশালে প্রথমবারের মত শোকাবহ আগস্ট স্মরণে দোয়া ও স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন

বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে মন্ত্রী, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা-ছাত্র-ছাত্রী, সুশিল সমাজ, সামাজিক সাংস্কৃতিক, ও নগরের জন প্রতিনিধিসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতে ঘাতকদের বুলেটে আহত ও আহতদের পরিবার সদস্যসহ জেলার ৩০ হাজার আমন্ত্রিত অতিথিদের অংশ গ্রহনে প্রথমবারের মত শোকাবহ আগস্ট স্মরণে দোয়া ও স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ই) সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

শোকাবহ আগস্ট মাসব্যপি বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে এবং ১৫ই আগস্ট কালো রাতে স্বাধীনতা বিরোধী একদল ঘাতক সেনা সদস্যদের বুলেটেন আঘাতে নির্মমভাবে জাতীর জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু ও তার পরিবার সহ দক্ষিণ বাংলার কৃষককুলের নয়নমনি ও কৃষকলেিগর প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ আঃ রব সেরনিয়াবাত সহ তার পরিবারের শাহাদৎবরণকারী সদস্যদের জন্য দোয়া-মোনাজাত ও সেদিন বরিশালের যারা বুলেটের আঘাতে আহত হয়েছিলেন তাদের উপস্থিতিতে শোকাবহ মাসের শেষ দিনে ৩১ই আগস্ট এক স্মৃতিচারনমূলক আলোচনা সভার আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসক।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে উক্ত স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক( মন্ত্রী পদমর্যদা) ও শহীদ আঃ রব সেরনিয়াবাতের জৈষ্ঠ পুত্র আবুল হাসানাত আবদুল্লাহ।

স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো থাকবেন পাণিসম্পদ প্রতি মন্ত্রী ও বরিশাল সদর সংসদ সদস্য কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম, মহাজোটের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রত্না আমিন, ও সংরক্ষিত সংসদ সদস্য এ্যাড. রুবিনা আক্তার মিরা।

আলোচক হিসাবে উপস্থিত থাকবেন শহীদ আঃ রব সেরনিয়াবাতের আহত পুত্রবধূ ও বরিশাল জেলা শাখা মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাহান আরা বেগম।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখবেন গুলিবিদ্ব সাহান আরা বেগমের কোলে থাকা দেড় বছরের শিশু সন্তান ও বর্তমান বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এসময় আরো উপস্থিত থাকবেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইয়ামির চৌধুরী,বরিশাল রেঞ্জ ডি.আই.জি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাবেক সংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি সুপ্রিম কোর্ট বার সদস্য এ্যাড. গোলাম আব্বাস চৌধূরূ দুলাল,সাধারন সম্পাদক এ্যাড.একেএম জাহাঙ্গির হোসাইন।

এছাড়া আরো উপস্থিত থাকবেন ১৫ই আগস্টে নির্মমতার শিকার খন্দার জিল্লুর রহমান, ললিত কুমার দাশ,মুকুল কুমার দাশ,দিলিপ দত্ত,প্রফেসর রফিকুল ইসলাম পিন্টু ও আঃ রব খান নান্টু।

এরা সকলেই সেদিন শহীদ আঃ রব সেরনিয়াবাতের মিন্টু রোডের বাসভবনে ঘাতকদের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন।

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়া সহ স্থানীয় সকল সংবাদ কর্মী ও সম্পাদকগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official