আজ থেকে কার্যকর হচ্ছে সংশোধিত মোটরযান আইন। আর্থিক জরিমানার পরিমাণ বাড়ানো এবং কারাবাসের বিধানসহ সংশোধিত আইন কার্যকর করার প্রস্তুতি নিয়েছে ট্রাফিক পুলিশ।
শাস্তি ও জরিমানা বৃদ্ধি করা হয়েছে সংশোধিত মোটরযান আইনে। এরইমধ্যে নতুন মোটরযান আইনের শাস্তি ও জরিমানা চূড়ান্ত হয়ে গেছে। সংশোধিত আইনে হেলমেট বা সিটবেল্ট ছাড়া গাড়ি চালালে ন্যুনতম জরিমানা হবে ১ হাজার টাকা বা তিন মাসের জন্য লাইসেন্স বাতিল।
এর আগে এই জরিমানা ছিল ১০০ টাকা। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে সংশোধিত মোটরযান আইনে। আর দ্রুতগতিতে গাড়ি চালানোর জরিমানা ৪০০ টাকা থেকে বাড়িয়ে হালকা গাড়ির জন্য ১ হাজার এবং মাঝারি ও ভারী গাড়ির জন্য ২ হাজার টাকা করা হয়েছে।
বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জরিমানা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জরিমানাও ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।