31 C
Dhaka
জুলাই ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আদালতপাড়া জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে মাদক বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক ::

বরিশালে ইদ্রিস বরকান্দজ নামে এক মাদক বিক্রেতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ইদ্রিস মাদারীপুর জেলার উত্তর রমজানপুর এলাকার মৃত আইউব আলী বরকান্দজের ছেলে। জামিনে বের হয়ে ইদ্রিস পলাতক রয়েছেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ অক্টোবর বরিশালের গৌরনদী পিংলাকাঠি বাজারে অভিযান চালিয়ে ইদ্রিসকে আটক করে পুলিশ। এসময় তার কাছে থেকে পাঁচশ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় ওইদিনই গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) ছগির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৮ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেন থানার এসআই মাজহারুল ইসলাম।

মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। পাশাপাশি আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official