রাতুল হোসেন রায়হান:
ভালো কাজের জন্য পুরস্কৃত হবে আবার অপরাধের জন্য তিরস্কারও গ্রহন করতে হবে বলে মন্তব্য করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
মেয়র সাদিক আরো বলেন, পুলিশকে জনগনের সেবায় নিরলসভাবে কাজ করতে হবে। যারা মাদক কারবারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে চলমান অভিযান আরো জোরদার করতে হবে।
মেয়র বলেন, যারা অন্যায় করবে তাদের শাস্তির আওতায় আনতে হবে তবে যারা নিরাপরাধ তারা যেন কেউ অযথা হয়রানীর শিকার না হয়।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় এ্যানেক্স ভবনে মেয়রের দপ্তরে বিএমপি পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (দক্ষিন) মোয়াজ্জেম হোসেন ভুইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম ছাড়াও, এস আই সমীরন মন্ডল, এ এস আই শরিফ হোসেন, আসাদুজ্জামান, বিধান চন্দ্র গনপতি, সুমন হাওলাদার এবং কনস্টেবল আল আমিন ও কবির হোসেনের হাতে সম্মানানা স্মারক তুলে দিয়ে ফটো সেশনে অংশগ্রহন ও মধ্যাহ্ণ ভোজে মিলিত হন মেয়র সাদিক আবদুল্লাহ।
শুভেচ্ছা স্মারক গ্রহন করে পুলিশ সদস্যরা মেয়রের ভুয়ষী প্রশংসা করে বলেন, তাদের জানা মতে দেশের কোন মেয়র প্রথম বারের মতো তাদের এভাবে সন্মান জানালো। যা তাদের কাজের ক্ষেত্রে অনুপ্রেরনা হয়ে কাজ করবে। তারাসহ বরিশালের পুলিশ সদস্যরা মেয়রের সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে সব ধরনের সহায়তার আশ্বাস প্রতান করেন।
