বরিশালে ৬৯৮ জন প্রবীণদের মাঝে বয়ষ্ক ভাতার বই বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের চৌমাথা এলাকায় এ লক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল সিটি কর্পোরেশন ও সমাজসেবা অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসির প্যানেল মেয়র, রফিকুল ইসলাম খোকন, আয়েশা তৌহিদা লুনা, কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না, মেহেদী পারভেজ খান, সাইদুর রহমান জাকির মোল্লা, এনামুল হক বাহার, লিয়াকত হোসন খান, কবির হোসেন, শহর সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক আল মামুন তালুকদার, শহর সমাজসেবা অফিসার জাবের আহমেদ প্রমুখ। সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডের ৬৯৮ জনের মধ্যে সোমবার এই বই দেয়া হয়। জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানাগেছে, বরিশাল নগরের ৩০ ওয়ার্ডে ১৪ হাজার ১জন এই বয়স্ক ভাতা পাবেন। প্রতিজনে বছরে পাবেন ৬ হাজার টাকা। আর বরিশাল জেলায় ৮৬ হাজার ৪,শ ৬৮ জনকে বয়স্ক ভাতা দেয়া হবে।