সাত বছর বয়সী জর্জি। এক ঝড়-বৃষ্টির দিনে কাগজের নৌকা নিয়ে খেলা করার সময় তার সঙ্গে দেখা হয় ভাঁড়রূপী শয়তানের। ভুলিয়ে নর্দমার কাছে নিয়ে তাকে খেয়ে ফেলে শয়তান। স্টিফেন কিংয়ের ১৯৮৬তে প্রকাশিত উপন্যাস অবলম্বনে ‘ইট’-এর সিকুয়েলটি বানানো হয়েছে।
বিশ্বজুড়ে পর্দা কাঁপাচ্ছে অ্যান্ডি মুশেত্তির ‘ইট’। ২০১৭ সালে উদ্বোধনী আয়ে ‘কনজ্যুরিং’কে হঠিয়ে শীর্ষস্থান দখল করে নেয় ভয়ংকর শয়তানের সিনেমাটি। গত শুক্রবার মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় পর্ব।
সিনেমায় দেখা যায়, ভয়ংকর দর্শন আর ঠাণ্ডা মাথার ঘাতক। দিনের বেলায় নর্দমার মধ্যে লুকিয়ে থাকা শয়তান সন্ধ্যা হলেই বের হয়। আর সুযোগ পেলেই ভুলিয়ে-ভালিয়ে ধরে নিয়ে যায় শিশুদের। এক সময় সেই শিশুদেরকে খেয়ে ফেলে।