নিজস্ব প্রতিবেদক :
বরিশালে মাদক মামলায় ফারুক হোসেন নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহষ্পতিবার (০৫) সেপ্টেম্বর বরিশালের জেলা ও দায়েরা জজ আদালতের
বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত ফারুক হোসেন বরিশাল নগরের কাউনিয়া কালাখানবাড়ি এলাকার বাসিন্দা নান্না মিয়ার ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ২০১৬ সালের ২০ মে কাউনিয়া থানা পুলিশ সাধুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে ১২ বোতল ফেন্সিডিল ও ৩২ গ্রাম হেরোইনসহ আটক করে। এ ঘটনায় এসআই ভবেশ চন্দ্র পাল বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। থানার এসআই এ আর মুকুল একই সালের ২৭ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।
আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহন শেষে আসামীর অনুপস্থিতিতে রায় ঘোষানা করেন। রায়ে হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, পাশপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
এদিকে ফেন্সিডিলের জন্য ৬ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
পাশাপাশি আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করা হয়েছে।