নিউজ ডেস্ক ::
বরিশালে যাত্রীবাহী লঞ্চ থেকে রাব্বী গাজী (২২) নামে এক যুবককে আধা কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে নৌ-থানা পুলিশ। শুক্রবার ভোরে টার্মিনালে নোঙররত ঝালকাঠিগামী পুবালী ৭ লঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাব্বি বরিশাল বন্দর থানার চারকাউয়া ইউনিয়নের বরইতলায় গ্রামের বাসিন্দা।
বরিশাল নৌ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লঞ্চ থেকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। কিন্তু রাব্বিকে জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে সে বাকপ্রতিবন্ধী। এই কারণে পুলিশ ধারনা করছে- মাদক বিক্রেতারা যুবককে ব্যবহার করে গাঁজা পাচারের সুযোগ নিতে চাইছিল।
এ ঘটনায় গ্রেপ্তার রাব্বিকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।’