বানারীপাড়ায় অগ্নিকান্ডে খেজুরবাড়ি আবাসনের ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খেজুরবাড়ি আবাসনের আ.জব্বারের ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের মো. জামাল, রেনু বেগম,নজরুল ইসলাম, ইউনুস মোল্লা, এনায়েত হোসেন, সমীর,সালাউদ্দিন,ফারুক হোসেন ও মো. ফিরোজের ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বানারীপাড়া ফায়ারসার্ভিস কর্মীরা প্রায় সোয়া এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে এরই মধ্যে ওই ১০ জনের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এদের মধ্যে ইউনুস মোল্লার ঘরে থাকা এনজিও থেকে রিক্সা ক্রয়ের জন্য নেওয়া ঋনের ৩৫ হাজার টাকাও পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ঘটনাস্থলে ছুঁটে যান।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি মজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, ওসি খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা ডা,খোরশেদ আলম সেলিম,ওয়াকার্সপার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানান।এসময় স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ক্ষতিগ্রস্থদের মাঝে শাড়ি কাপড় ও খাবারের ব্যবস্থা করেন। এছাড়াও জেলা প্রশাসকের পক্ষে ইউএনও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কমৃকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, প্রাথমিকভাবে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনে সার্বিক সহায়তারও কথা জানান তিনি।