বরিশালের আগৈলঝাড়ায় ৭ সন্তানের জননী ও ছয় মাসের অন্তঃসত্তা গৃহবধূ পানিতে ডুবে মৃত্যুবরন করেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোরে উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের আঃ রশিদ মলিকের স্ত্রী নাজমা বেগম (৩৭) বাড়ির পাশে পুকুরে পরে যায়।
সকালে অনেক খোজাখুজির পর তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। নাজমা মৃগী রোগে আক্রান্ত ছিল বলে তার পরিবার জানায়।