দীর্ঘদিনের বকেয়া বেতন আদায়ের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন বরিশাল বিআরটিসি বাস ডিপোর সকল শ্রমিক ও কর্মচারীরা। আজ মঙ্গলবার বিকেলে বরিশাল বিআরটিসি বাস ডিপোতে এ ধর্মঘট পালন করা হয়।
এ সময় শ্রমিকরা দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবি জানায়।
শ্রমিক ও কর্মচারীদের পক্ষে মেজবা বলেন,আমরা এই অবস্থান ধর্মঘট পালন করছি এবং আগামী ৩ দিন পালন করে যাব।
এ আন্দোলন সকল সাধারন শ্রমিকদের আন্দোলন। বিকেয়া বেতন কতৃপক্ষকে পরিশোধ করতেই হবে।