18 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন

হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৯০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক ::

নোয়াখালীর মাইজদী হাসপাতাল রোডের তিনটি বেসরকারি হাসপাতালকে নানা অনিয়মের অভিযোগে ৯০ হাজার টাকা জরিমানা ও একজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় জেলা শহরের নিরাময়, শমরিতা ও মডার্ন হাসপাতালে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা ও একজনের বিরুদ্ধে মামলা করা হয়।

জেলা প্রশাসক তন্ময় দাসের নির্দেশে নোয়াখালী জেলা শহরের মাইজদি এলাকায় নিরাময় হাসপাতাল, শমরিতা হাসপাতাল ও মডার্ন হাসপাতালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় নিরাময় হাসপাতালকে ৬৫ হাজার, শমরিতা হাসপাতালকে ১০ হাজার টাকা ও মডার্ন হাসপাতালকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান বলেন, অভিযানের সময় হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স না থাকা, টেকনিশিয়ান ছাড়া ল্যাব পরিচালনা, হাসপাতালের অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, অননুমোদিত ওষুধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসিতে প্রদর্শন, হাসপাতাল-ল্যাব ও ফার্মেসি পরিচালনার লাইসেন্সের মেয়াদ না থাকার দায়ে এসব হাসপাতালকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মাদকের লাইসেন্সব্যতীত পেথেডিন ও মরফিন নিজ অধিকারে সংরক্ষণ করার দায়ে নিরাময় হাসপাতাল থেকে মহিবুল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেছেন- জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি আরাফাত হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, ড্রাগ সুপার মো. মাসুদৌজ্জামান খান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. আনোয়ারুল হক প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official