বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বার ) রাতে নগরীর ভাটিখানা এলাকার মীরা বাড়ি গলি থেকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।
আটককৃত জামিল হাসান (৩৩) ওই এলাকার বাসিন্দা মো. আহসান হাবিবের ছেলে। কাউনিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আটককৃতের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পাশাপাশি ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বুধবার তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন।
