এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক দূর্ঘটনা

অট্টহাসিতে চোয়াল আটকে যাওয়ায় বন্ধ হচ্ছিলনা মুখ

অনলাইন  ডেস্ক :

এক নারী যাত্রী ট্রেনে চড়ে যাচ্ছিলেন গন্তব্যে। সংশ্লিষ্ট কোনো এক ঘটনায় উচ্চ স্বরে হেসে উঠেছিলেন তিনি। এরপরই তার মুখের চোয়ালের ওপরের ও নিচের অংশ স্থানচ্যুত হয়ে পড়ে। ফলে তিনি মুখ বন্ধ করতে পারছিলেন না।

তবে ওই নারীর ভাগ্য ভালো ছিল। কারণ ট্রেনে ছিলেন স্থানীয় লিওয়ান হাসপাতালের চিকিৎসক লুও ওয়েংশ্যাং। পরে তিনি ওই নারীকে সাহায্য করতে এগিয়ে আসেন।

লুও ওয়েংশ্যাং বলেন, ‘আমি দ্রুত ঘটনাস্থলে যাই। ওই নারী কথা বলতে পারছিলেন না। তিনি মুখও বন্ধ করতে পারছিলেন না। প্রথমে ধারণা করেছিলাম, তার স্ট্রোক হয়েছে।’

পরে ওই নারী ক্তচাপ পরীক্ষা করেন ওয়েংশ্যাং। তিনি বলেন, ‘আরও কিছু পরীক্ষার পর বুঝতে পারি যে তার স্ট্রোক হয়নি। পরে বুঝতে পারি, হাসতে গিয়ে তার চোয়াল স্থানচ্যুত হয়ে গেছে। এর জন্যই মুখ বন্ধ করতে পারছেন না।’

ওয়েংশ্যাং এরপর ওই নারী চোয়াল যথাস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করেন। দ্বিতীয়বারের চেষ্টায় ওয়েংশ্যাং সফল হন। ভুক্তভোগী নারী জানিয়েছেন, এর আগেও একবার তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। সেই বার বমি করতে গিয়ে তার চোয়াল স্থানচ্যুত হয়ে গিয়েছিল।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official