বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউনতলা স্কুল সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মকবুল মোল্লাা (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
সে একই ইউনিয়নের বাজিত খাঁ গ্রামের মৃত দলিল উদ্দিন মোলার পুত্র।
সোমবার দিবাগত রাত দশটার দিকে গুরুতর অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, ওইদিন রাত আটটার দিকে রাস্তার পাশ দিয়ে পায়ে হেটে বাড়ি ফেরার সময় বেপরোয়াগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নেয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।